ব্রাহ্মণবাড়িয়া জেলার ভৌগলিক অবস্থান বাংলাদেশের পূর্ব সীমান্তে। বহুকাল আগে থেকেই নদ-নদী অধ্যুষিত বলে একে ভাটীরাজ্য বলে সবাই ডাকে। ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ অঞ্চল কালীদহ সায়রের পলি ও বালি সঞ্চিত নীচুভূমি, তবে উত্তরের পূর্বাঞ্চলে কিছু উচু ভূমিও রয়েছে। বর্ষাকালে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পূর্বাংশের অধিকাংশ এলাকা বন্যার পানিতে ডুবে যায়। এই জেলাতে অনেক নদনদী থাকার ফলে বর্ষাকালে প্রচুর মাছ শিকার করে জেলেরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ভৌগলিক অবস্থান ৯০°৩৯‘ থেকে ৯১°২১‘ পূর্ব দ্রাঘিমা এবং ২৩°২৯‘ থেকে ২৪°১৬‘ উত্তর অক্ষাংশ। এই জেলার পূর্বে ত্রিপুরা, পশ্চিমে কিশোরগঞ্জ, দক্ষিনে কুমিল্লা, উত্তরে হবিগঞ্জ জেলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ভৌগলিক তথ্য
- আয়তন = ১৯২৭.১১ বর্গ কিলোমিটার
- উপজেলা = ৯টি
- পৌরসভা = ৫টি
- ইউনিয়ন = ১০০টি
- গ্রাম = ১৩৩১টি
ব্রাহ্মণবাড়িয়ার ভৌগলিক সীমানা
- উত্তরে = সিলেটের হবিগঞ্জ জেলা
- পূর্বে = ভারতের ত্রিপুরা রাজ্য
- দক্ষিনে = কুমিল্লা জেলা
- পশ্চিমে = নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা
জনসংখ্যার তথ্য (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
- মোট জনসংখ্যা = ২৮,৪০,৪৯৮ জন
- পুরুষ = ১৩,৬৬,৭১১ জন
- নারী = ১৪,৭৩,৭৮৭ জন
- পরিবার সংখ্যা = ৫,৩৮,৯৩৭টি
- পরিবারের আকার = ৫.২৫ জন
- স্বাক্ষরতার হার = ৪৫.৩%
ব্রাহ্মণবাড়িয়ার ভোটার পরিসংখ্যান
- মোট ভোটার সংখ্যা = ১৭,১২,৭৪৮ জন
- পুরুষ = ৮,৪৭,৩৩৪ জন
- নারী = ৮,৬৫,৪১৪ জন
ব্রাহ্মণবাড়িয়ার জলবায়ু তথ্য
- বৈশিষ্ট্য = আদ্র, নাতিশীতোষ্ণ
- সর্বোচ্চ বৃষ্টিপাত = ১১৪.৬৫ ইঞ্চি
- সর্বনিম্ন বৃষ্টিপাত = ৫৬.৪৩ ইঞ্চি
- গড় বৃষ্টিপাত = ৭৮.০৬ ইঞ্চি
ব্রাহ্মণবাড়িয়ার রাজস্ব তথ্য
- উপজেলা ভূমি অফিস = ৯টি
- পৌর ভূমি অফিস = ১টি
- ইউনিয়ন ভূমি অফিস = ৭৬টি
- মৌজা = ৯১৩টি
- ব্যবহৃত জমি = ১,৯২,৭৫৯.৫১ হেক্টর
- অব্যবহৃত জমি = ৭,৫২৯.৯৩ হেক্টর
- সরকারি অব্যবহৃত জমি = ৭.৫০ হেক্টর
ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ তথ্য
- জাতীয় মহাসড়ক = ৮২ কি.মি
- আঞ্চলিক মহাসড়ক = ৮৩ কি.মি (৭২ কি.মি পাকা, ১১ কি.মি কাঁচা)
- জেলা সড়ক = ১০২ কি.মি (৯০ কি.মি পাকা, ১২ কি.মি কাঁচা)
- উপজেলা সড়ক = ৪৫৬ কি.মি (২৬৯ কি.মি পাকা, ১৮৭ কি.মি কাঁচা)
- ইউনিয়ন সড়ক = ৫৩৩ কি.মি (২৫৮ কি.মি পাকা, ২৭৫ কি.মি কাঁচা)
- গ্রাম্য সড়ক = ১৭৭৬ কি.মি (৩৩৩ কি.মি পাকা, ১৪৪২ কি.মি কাঁচা)
- রেলপথ = ৭৫ কি.মি
- রেলস্টেশন = ১৪টি
- রেল জংশন = ১টি
- ব্রীজ = ১১৪টি
- কালভার্ট = ১৭৯টি
ব্রাহ্মণবাড়িয়ার নদনদী সমূহ
তিতাস, মেঘনা, আউলিয়াজুরী, কালাছড়ি, খাস্তি, ছিনাইহানি, ডোলভাঙ্গা, পুটিয়া, বলভদ্র, বলাক, বালিয়াজুরী, বালুয়া, বিজনা, বুড়ি, বেমালিয়া, মধ্যগঙ্গা, রোপা, লংঘুন, লাহুর, সোনাই, হাওড়া, হুরুল