ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সরকারী সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, অগ্নি নিরাপত্তা, বিভিন্ন দূর্ঘটনায় উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আহতদের হাসপাতালে পৌছানোসহ নানা ধরণের সমাজসেবা মূলক কাজে সহায়তা করে থাকে। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা এই প্রতিষ্ঠানটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব ধরনের দুর্যোগে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ও পরিচিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই প্রতিষ্ঠানের বেশ কয়টি শাখা রয়েছে। যারা ব্রাহ্মণবাড়িয়াতে যেকোনো ধরনের অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবেলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের জন্য প্রাণপণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে।
এছাড়াও এই প্রতিষ্ঠান গুলো ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিবছর শতাধিক অগ্নি নির্বাপন অভিযান, দূর্ঘটনা ও উদ্ধার অভিযানে সহায়তা করছে। ব্রাহ্মণবাড়িয়াতে পূর্বে ৪টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠান ছিল কিন্ত বর্তমানে আরো ৪টি প্রতিষ্ঠান নতুনভাবে তৈরি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অবদান ও কৃতিত্ব সবার মাঝে তুলে ধরাই 'ব্রাহ্মণবাড়িয়া ট্রিবিউন' এর মূল উদ্দেশ্য। যোগাযোগ: sazib.online@gmail.com
প্রতিষ্ঠাতা: মোহাম্মদ সজীবুর রহমান সজীব
© Brahmanbaria Tribune | All Rights Reserved 2019-Present