খাতা-কলম ফাউন্ডেশন মূলত ২০১৭ সালে জানুয়ারি মাসে প্রজেক্ট খাতা-কলম নামে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষার হার ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে প্রজেক্ট খাতা-কলম। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কাজ করা শুরু করে একদল স্বপ্নবাজ কিশোর ও তরুন। ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ে প্রজেক্ট খাতা-কলমের কাজের পরিসর ও ভিন্নতা।
খাতা-কলম ফাউন্ডেশন যখন আমরা শুরু করি তখন আমাদের কোন প্ল্যান ছিলো না। শিশুদের হেল্প করতে চেয়েছিলাম শুধু। দিনে দিনে সময় যত বেড়েছে আমাদের দায়িত্ব ও বেড়েছে। এখন আমরা চাই লেখাপড়ার পাশাপাশি শিশুরা যাতে কর্মমুখী শিক্ষা পায় সেই সুযোগটা করতে। আমরা আমাদের শিশুদের দেশের বোঝা না দেশের সম্পদ হিসাবে গড়ে তুলতে চাই।
ব্রাহ্মণবাড়িয়ায় তথাকথিত স্বাস্থ্যসেবার দূরবস্থা দেখে খাতা-কলম ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে কাজ করার পাশাপাশি নজর দেয় স্বাস্থ্য খাতেও। এই সামাজিক সংগঠন বর্তমান পৃথিবীর তৃতীয় বৃহত্তম রোগ ডিপ্রেশন নিয়ে কাজ শুরু করে। ডিপ্রেশন ও সুইসাইড সমস্যা সমাধানের জন্য জন্য ব্রাহ্মণবাড়িয়ার অনেক কিশোর ও তরুন-তরুনীদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার করেছে।
ঈদ,পূজা ও পাবলিক পরীক্ষার আগে অসহায় ও অস্বচ্ছল শিক্ষার্থীদের নতুন জামা-কাপড় প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, মাদকদ্রব্য ও বাল্য বিবাহ রোধে সাইকেল র্যালির মাধ্যমে জনসচেতনতা তৈরিকরণ, বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের মধ্যে ত্রান বিতরণসহ আরো বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে এই খাতা-কলম ফাউন্ডেশন।
শিশুদের জ্ঞান চর্চা বাড়ানোর জন্য প্রতিষ্ঠা করছে স্কুল লাইব্রেরি, যেখানে রয়েছে অসংখ্য শিশুবিষয়ক বই, যাতে সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষার মত মৌলিক বিষয় থেকে বঞ্চিত না হয়। বর্তমানে ১০০ জন শিক্ষার্থী খাতা-কলম ফাউন্ডেশনের তত্তাবধায়নে পড়াশুনা করছে এবং এদের স্বাস্থ্য সেবার দায়িত্ব নিয়েছে খাতা-কলম ফাউন্ডেশন। এছাড়াও প্রতি বছর মানসিক রোগ নিয়ে ২-৩ টি সেমিনার ও কর্মশালার আয়োজন করছে খাতা-কলম ফাউন্ডেশন।
আগামী দিনগুলোতে শিশুদের বিজ্ঞান চর্চা ও তথ্য-প্রযুক্তির সাথে পরিচয় করানোর জন্য কাজ করে যাচ্ছে খাতা-কলম ফাউন্ডেশন। কিশোরদের জন্য কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন ও একটি শিশু হাসপাতাল করার স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে খাতা-কলম ফাউন্ডেশন।
কিছু উল্লেখযোগ্য কার্যক্রমের তালিকা:
খাতা-কলম ফাউন্ডেশন সম্পর্কিত যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন, এছাড়াও ভলেন্টিয়ার হতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ও পেইজের সাথে সংযুক্ত হতে পারেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অবদান ও কৃতিত্ব সবার মাঝে তুলে ধরাই 'ব্রাহ্মণবাড়িয়া ট্রিবিউন' এর মূল উদ্দেশ্য। যোগাযোগ: sazib.online@gmail.com
প্রতিষ্ঠাতা: মোহাম্মদ সজীবুর রহমান সজীব
© Brahmanbaria Tribune | All Rights Reserved 2019-Present