ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত থানা ও পুলিশ প্রশাসনের তথ্য সমূহ

847
ব্রাহ্মণবাড়িয়া থানা ও পুলিশ প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত করা হয়, পূর্বে এটি কুমিল্লা জেলার অন্তর্ভূক্ত ছিল। এই জেলার নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নানা ধরণের কর্মসূচী পালন করে আসছে প্রতি বছর। নিরাপত্তার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়াকে মোট ৪টি সার্কেলে ভাগ করা হয়েছে। এই ৪টি সার্কেলে মোট ৯টি থানা, ৫টি পুলিশ ফাঁড়ি ও ৭টি পুলিশ ক্যাম্প রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশী সেবা সমূহ-

  • পুলিশ ক্লিয়ারেন্স
  • চাকরির ভেরিফিকেশন
  • পাসপোর্ট ভেরিফিকেশন
  • উইমেন্স সাপোর্ট সেন্টার
  • নারী, শিশু ও প্রতিবন্ধী যেকোনো সাপোর্ট
  • হারানো ও প্রাপ্তিমূলক সেবা
  • নিখোঁজ ও অসনাক্তকৃত সমস্যা
  • ইভেন্ট ম্যানেজমেন্ট
  • জাতীয় গুরুত্বপূর্ন অনুষ্ঠানে সহযোগিতা
  • স্থানীয় গুরুত্বপূর্ন অনুষ্ঠানে সহযোগিতা
  • নির্বাচনকালীন সাপোর্ট
  • নিরাপত্তাজনিত সাপোর্ট
  • অপরাধ, মামলা, জিডি বিষয়ক সহায়তা
  • চেকপোস্টে সহায়তা
  • ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সমূহের তথ্য

মোহাম্মদ আনিসুর রহমান
আবু সাঈদ
মোহাম্মদ রেজাউল কবির
মোঃ মেহেদী হাসান

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সার্কেল সমূহ

সার্কেলের নামথানার নাম ইউনিয়নের সংখ্যা
সদর সার্কেলসদর মডেল থানা১১টি
বিজয়নগর থানা১০টি
নবীনগর সার্কেল নবীনগর থানা২১টি
বাঞ্ছারামপুর থানা১৩টি
কসবা সার্কেলকসবা থানা১০টি
আখাউড়া থানা০৫টি
সরাইল সার্কেলসরাইল থানা০৯টি
আশুগঞ্জ থানা০৮টি
নাসিরনগর থানা১৩টি

ব্রাহ্মণবাড়িয়ার থানা সমূহের তথ্য

সদর মডেল থানা

সরাইল থানা

আশুগঞ্জ থানা

নাসিরনগর থানা

নবীনগর থানা

বাঞ্ছারামপুর মডেল থানা

কসবা থানা

আখাউড়া থানা

বিজয়নগর থানা

ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্প ও ফাঁড়ি সমূহের তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোটি ৫টি পুলিশ ফাঁড়ি রয়েছে।

  • সদর ১নং পুলিশ ফাঁড়ি
  • সদর ২নং পুলিশ ফাঁড়ি
  • ইসলামপুর পুলিশ ফাঁড়ি
  • ধরখার পুলিশ ফাঁড়ি
  • ছলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি

ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্যাম্প সমূহ

  • শাহবাজপুর পুলিশ ক্যাম্প
  • অরুয়াইল পুলিশ ক্যাম্প
  • টোলপ্লাজা পুলিশ ক্যাম্প
  • চম্পকনগর পুলিশ ক্যাম্প
  • শিবপুর পুলিশ ক্যাম্প
  • সার কারখানা পুলিশ ক্যাম্প
  • ছলিমগঞ্জ পুলিশ ক্যাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here