ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত করা হয়, পূর্বে এটি কুমিল্লা জেলার অন্তর্ভূক্ত ছিল। এই জেলার নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নানা ধরণের কর্মসূচী পালন করে আসছে প্রতি বছর। নিরাপত্তার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়াকে মোট ৪টি সার্কেলে ভাগ করা হয়েছে। এই ৪টি সার্কেলে মোট ৯টি থানা, ৫টি পুলিশ ফাঁড়ি ও ৭টি পুলিশ ক্যাম্প রয়েছে।
সার্কেলের নাম | থানার নাম | ইউনিয়নের সংখ্যা |
সদর সার্কেল | সদর মডেল থানা | ১১টি |
বিজয়নগর থানা | ১০টি | |
নবীনগর সার্কেল | নবীনগর থানা | ২১টি |
বাঞ্ছারামপুর থানা | ১৩টি | |
কসবা সার্কেল | কসবা থানা | ১০টি |
আখাউড়া থানা | ০৫টি | |
সরাইল সার্কেল | সরাইল থানা | ০৯টি |
আশুগঞ্জ থানা | ০৮টি | |
নাসিরনগর থানা | ১৩টি |
ব্রাহ্মণবাড়িয়া জেলার শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অবদান ও কৃতিত্ব সবার মাঝে তুলে ধরাই 'ব্রাহ্মণবাড়িয়া ট্রিবিউন' এর মূল উদ্দেশ্য। যোগাযোগ: sazib.online@gmail.com
প্রতিষ্ঠাতা: মোহাম্মদ সজীবুর রহমান সজীব
© Brahmanbaria Tribune | All Rights Reserved 2019-Present