অসহায়দের পাশে সরাইল অন্নদার ২০১৬ ব্যাচ

654
অসহায়দের পাশে সরাইল অন্ন'দার ২০১৬ ব্যাচ

সারাদেশে করোনায় মানুষ অসহায় হয়ে পড়েছে তখন বাংলাদেশের যুবকেরা অনেক ভূমিকা রাখছে, এই বিপদের সময় বাংলাদেশের যুবকরা তাদের নিজ জাগায় থেকে মানুষের যে উপকার করতেছে তার কোনো তুলনা নাই, তেমনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার যুবকেরাও তাদের নিজ জায়গা থেকে সরাইলের ৫০ টি গরিব/মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ইত্যাদি বিতরণ করছে, আসা করি এই বিপদের সময় সবাই তাদের নিজ জাগায় থেকে মানুষকে সাহায্য করবে!

প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহর মদুলিল্লাহ, করোনা এ দুর্যোগপূর্ণ সময়ে সরাইলের ৫০ টি গরিব/মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিতে পেরে আমরা ২০১৬ ব্যাচের সকলেই আনন্দিত, দেশের এই পরিস্থিতিতে টাকা তুলাটা বেশ কষ্টসাধ্য ছিল তবুও যারা সরাসরি কিংবা বিকাশের মাধ্যমে জুম্মান, নাবিল,জয়নুল,পারভেজ আমাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।

করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে ২০১৬ ব্যাচ এর ইফতার মিলাদ ও পুনর্মিলনীটা হচ্ছে না এই কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ ছিল যা সকলের সহযোগিতায় সফল হয়েছে!

আমরা আশা করি ভবিষ্যতে এভাবেই দেশের খারাপ সময়ে মানুষের পাশে থাকবো, সকলের সামর্থ্য অনুযায়ী আশেপাশের গরীব দুঃখী দের পাশে দাঁড়াই, খেয়াল করি আমাদের আশপাশের মানুষদের, ব্যাচের প্রধান উদ্দ্যোগত্তা নাবিল জানায় আমরা আপাতত ৫০টি পরিবারের মাঝে দিলাম, ব্যাচের বিদেশীদের অর্থায়নে আরো ১৫/২০জন পরিবার কে কিছুদিন পর দেওয়া হবে।

সরাইল অন্নদার অন্যান্য ব্যাচগুলো আমাদের মত এক হয়ে গরিবদের পাশে এগিয়ে আসবে আশাকরি, সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন|

#সরাইলঅন্নদা #ব্যাচ২০১৬